বাংলাদেশে তথ্য প্রযুক্তির অগ্রযাত্রা এবং অন-লাইনে ব্যবসায়িক যোগাযোগ: অসীম তরফদার

সভ্যতার বিকাশের পর থেকেই ক্রমাগত ছুটে চলেছে প্রযুক্তি। এ গন্তব্যের যেন কোনো সীমারেখা নেই।  সীমাহীন গন্তব্যের দিকে ছুটে চলা প্রযুক্তি তার রূপ পরিবর্তন করছে প্রতিনিয়ত । এক দিকে যেমন প্রযুক্তির বাহ্যিক সৌন্দর্য বাড়ছে, অন্যদিকে বাড়ছে এর কার্যক্ষমতা। প্রযুক্তির এই ক্রমবর্ধমান অগ্রগতি আমাদের জীবনে প্রতিনিয়তই যোগ করে চলেছে ভিন্ন মাত্রা।

বাংলাদেশে তথ্য প্রযুক্তির সূচনা বিশ শতকের ষাটের দশকে শুরু হলেও ১৯৭১ সালে স্বাধীনতা  লাভের পর ক্রমান্বয়ে এর ব্যবহার বাড়তে থাকে। আশির দশকে আরো বিস্তৃতি লাভ করলেও এ দেশে তথ্য-প্রযুক্তির ব্যাপক ব্যবহার ও উন্নয়ন শুরু হয় একুশ শতকের প্রথম থেকে। ১৯৯৬ সালের জুন মাসে বাংলাদেশে প্রথম ইন্টারনেট ব্যবহার শুরু হয়; যার মাধ্যমে তথ্য প্রযুক্তির অগ্রগতির পথে সূচিত হয় আরো একটি মাইল ফলক। বস্তুত ২০০৬ সালের পর থেকে বাংলাদেশে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ঘটতে থাকে যুগান্তকারী উন্নয়ন। বর্তমান সরকারের প্রযুক্তি বান্ধব নীতির কারণে বাংলাদেশ তথ্য প্রযুক্তি খাত বিগত অনেক বছর ধরেই যথেষ্ট অগ্রাধিকার পাচ্ছে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর বিভিন্ন সংস্থা, এসোসিয়েশন ও প্রকল্পকে অংশীদার করে একযোগে কাজ করে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের লক্ষে; যার মধ্যে বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ডইনফরমেশন সার্ভিসেস (BASIS), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC), বাংলাদেশ কম্পিউটার সমিতি (BCS), লেভারেজিং আইসিটি ফর গ্রোথ এমপ্লয়মেন্ট এন্ড গভর্নেন্স (LICT ), আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (IBPC), বাংলাদেশ হাইটেক পার্ক, ই-কমার্স এসোসিয়েশন বাংলাদেশ (ই-ক্যাব), একসেস টু ইনফরমেশন (A2i), বাংলাদেশ হাইটেক পার্ক উল্লেখযোগ্য।

তথ্য প্রযুক্তির অগ্রগতির কল্যানে বর্তমানে কেনা-কাটা, লেনদেন সহ অনেক কিছুই যেমন মোবাইল বা ইন্টারনেটের মাধ্যমে করা যাচ্ছে, তেমনি বিদ্যুৎ, গ্যাস, পানি, ফোন সহ প্রায় সব ধরণের বিলই প্রদান করা যাচ্ছে ঘরে বসে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, রেজাল্ট, নোটিশ, সবই হচ্ছে এখন অনলাইনে। সরকারি টেন্ডার সহ অনেক কিছুই এখন সম্পন্ন হচ্ছে অনলাইনে। শহর থেকে প্রত্যন্ত গ্রাম, প্রতিটি জায়গায় তথ্য প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে সাধারণ মানুষের জীবনযাত্রা। এখন একেবারে দূর জনপদের অবহেলিত গ্রামটিতে গেলেও দেখা যায় প্রায় সকলের হাতে স্মার্ট ফোন। আর সেই স্মার্টফোনের ডাটা ব্যবহার করে ঘুরে বেড়াচ্ছে ইন্টারনেটের দুনিয়া। শিক্ষিত তরুণেরা ঘরে বসে আয় করছে ফ্রি ল্যান্সিং সহ নানা উপায়ে। গ্রামের বাজার গুলোতেও এখন গড়ে উঠেছে তথ্য প্রযুক্তি নির্ভর ব্যবসা কেন্দ্র। সেই সাথে বেড়েছে ইন্টারনেটে সার্চ করার অভ্যাস।

প্রাত্যহিক জীবনের পাশাপাশি ব্যবসায়িক প্রয়োজনে প্রযুক্তির বহুমাত্রিক ব্যবহার এখন আমাদের জীবনকে অনেক দিক থেকেই করে তুলেছে সহজ ও স্বাচ্ছন্দময়। ব্যবসা-বাণিজ্যের জন্য যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ বিষয়; আর যোগাযোগের জন্য চাই পর্যাপ্ত সংখ্যক তথ্য বা বিভিন্ন কোম্পানির ঠিকানা ও নম্বর। সেই নম্বর খোঁজার জন্য আমাদেরকে নির্ভর করতে হয় গুগলের। কিন্তু গুগলে সব সময় আমাদের প্রয়োজন মতো তথ্য গুছিয়ে আমাদের সামনে হাজির করতে পারে না। তখন আমাদেরকে নির্ভর করতে হয় দেশীয় কোনো সার্চ ইঞ্জিন বা ইন্টারনেট ভিত্তিক ইয়েলো পেইজ বা বিজনেস ডাইরেক্টরীর উপর। বাংলাদেশেও এ রকম অনেকগুলো সাইট ছড়িয়ে আছে ইন্টারনেটের দুনিয়ায়। তবে সেগেলোর বেশির ভাগই পুরাতন ও ভুল তথ্যে ভরা; কোনোটির উপস্থাপনা খুবই দুর্বল। কিন্তু এর ব্যতিক্রম হিসেবে একটি সাইটের কথা বিশেষ ভাবে না বললেই নয়; যার নাম বাংলাদেশ ট্রেড ইনফো (https:/bdtradeinfo.com/).

বাংলাদেশের ব্যবসা বানিজ্যের বিশাল তথ্য ভান্ডারনিয়ে নির্মিত দেশের সর্ববৃহৎ ও সর্বাধিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন বিডি ট্রেড ইনফো (bdtradeinfo.com) ২০০৩ সনের ৫ই ফেব্রুয়ারী আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করার পর মান সম্পন্ন সেবা, প্রতিটি বিভাগে পর্যাপ্ত ও নির্ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই যথেষ্ট জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়। বিডি ট্রেড ইনফো মূলত একটি ওয়েব সাইট ভিত্তিক ব্যবসায়িক নির্র্দেশিকা, যেখানে বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান সমূহকে ব্যবসার ধরন অনুযায়ী বিন্যস্ত করা হয়েছে। এর যে সার্চ অপশন রয়েছে সেখানে যেকোন বিজনেস ক্যাটাগরী, পন্য বা সেবার নাম, প্রতিষ্ঠান অথবা যেকোন ‘কী-ওয়ার্ড’ দিয়ে সার্চ দিলে ঐ সম্পর্কিত তথ্য সহজেই পাওয়া সম্ভব। শুধুমাত্র নির্দিষ্ট কোন শহরের নির্দিষ্ট এলাকার প্রতিষ্ঠান সমূহকে ব্যবসার ধরন অনুযায়ী অতি সহজে খুঁজে বের করার জন্য রয়েছে "এডভান্সড সার্চ" এর সুবিধা। এছাড়া চল্লিশটি প্রধান ক্যাটাগরীর অধীনে প্রায় এক হাজার সাব-ক্যাটেগরীর মাধ্যমে সূচীকৃত এ সাইটে যে কেউ খুব সহজেই পেতে পারেন তার কাংখিত ব্যবসা প্রতিষ্ঠান সমূহের পূর্নাঙ্গ ঠিকানা। আরো সহজীকৃত করার লক্ষ্যে "সাব-ক্যাটাগরী" সমূহকে "এ" থেকে "জেড" পর্যন্ত বর্ণভিত্তিক সূচী করা হয়েছে।

ব্যবসায়িক তথ্যের পাশাপাশি বিডি ট্রেড ইনফো (BD Trade Info) সাইটটিতে রয়েছে আরও অনেক গুরুত্বপূর্ন বিভাগ। বাংলাদেশে ব্যবসা ও ইনভেস্টমেন্ট এর সুযোগ ও ক্ষেত্র সহ আরও প্রয়োজনীয় তথ্য রয়েছে ”বিজনেস ও ইনভেস্টমেন্ট” বিভাগে। "বাংলাদেশ" বিভাগে রয়েছে বাংলাদেশ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য; সবগুলো জেলার গুরুত্বপূর্ণ নম্বর ও ম্যাপ। "ট্র্যাভেল" বিভাগে বিদেশী পর্যটক অথবা আমাদের দেশীয় ভ্রমন বিলাসীরা পাবেন বাংলাদেশের আকর্ষনীয় স্থানসমূহের সচিত্র বর্ণনা। সেই সঙ্গে জেনে নিতে পারবেন কিভাবে যাবেন, কোথায় খাবেন, কোথায় থাকবেন, কোথায় করবেন কেনাকাটা ইত্যাদি। "প্রোডাক্ট" বিভাগে রয়েছে বিভিন্ন রকমের পণ্যের প্রদর্শনী। আগ্রহীরা এখন থেকেই পারেন প্রয়োজনীয় পণ্যের অর্ডার দিতে। এছাড়াও বিভিন্ন রুচির মানুষের জন্য বাংলাদেশ ট্রেড ইনফোতে রয়েছে আরো অনেক প্রয়োজনীয় ফিচার। সর্বোপরি বাংলাদেশ ট্রেড ইনফো (BD Trade Info) নীরবেই কার্যকর ভূমিকা রেখে যাচ্ছে বাংলাদেশের তথ্য প্রযুক্তির ক্ষেত্রে; ব্যবসায়িক যোগাযোগের এক গুরুত্বপূর্ণ তথ্যভান্ডার হিসেবে।

বাংলাদেশের সাধারণ মানুষ প্রত্যাশা করে, বর্তমান সরকারের তথ্য প্রযুক্তির উপর বিশেষ গুরত্ব এবং সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠান সমূহের আন্তরিক প্রচেষ্টা ইন্টারনেটে তথ্য প্রাপ্তির পথ আরো প্রশস্ত হবে। ইন্টারনেট ভিত্তিক ব্যবসার সুযোগ আরো বেশি বিস্তৃত হবে, শহর থেকে গ্রাম- সর্বত্রই মানুষ সমান ভাবে ইন্টারনেট দুনিয়ার বিশাল তথ্য ভান্ডার কাজে লাগাতে উৎসাহী হবে। বিডি ট্রেড ইনফো (BD Trade Info) বা এ জাতীয় ব্যবসায়িক তথ্য সম্বলিত ওয়েব সাইটের কল্যানে আরো বেশি পরিমান ব্যবসায়িক তথ্য নির্ভুলভাবে মানুষের নাগালে চলে আসবে এবং নতুন নতুন ব্যাবসায়িক যোগাযোগের সুযোগ তৈরী হবে। সময়ের সাথে তাল মিলিয়ে প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে তথ্য প্রাপ্তি ও ব্যবহারের সুবিধা আরো বেশি অবারিত হবে।

তথ্যসূত্র :
https://en.wikipedia.org/wiki/Bangladesh
https://www.britannica.com/place/Bangladesh/Bangladesh-since-independence
https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/bg.html
https://www.thedailystar.net/star-weekend/news/digital-dream-still-dream-rural-bangladesh-1636558
https://www.bdtradeinfo.com

Comments